২ ঘন্টায় লেনদেন ৫০৪ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৫০৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৪৪৯ টাকা।

 

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.