আমরা সবাই নাগরিক, আমার জীবন থাকতে বাংলায় ‘এনআরসি’ চালু করতে দেব না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার উত্তর দিনাজপুরে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে তিনি এ মন্তব্য করেন। তিনি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
মমতা বলেন, ওরা আবার বলছে ‘এনআরসি’ করবো, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানি বিধি) করবো, আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয়। আপনারা কী এসব চান? বর্ডার এলাকায় ‘বিএসএফ’ বলছে, আমার কার্ড নিতে হবে। বলবেন তোমার এখতিয়ার নেই। এটা রাজ্য সরকারের এখতিয়ার।
নাগরিকত্ব প্রসঙ্গে মমতা বলেন, ‘আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে? এগুলো মিথ্যে কথা বলছে। আমরা ইতোমধ্যেই নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন পান কী করে? কন্যাশ্রী সুবিধা পান কী করে? তপসিলি বন্ধু সুবিধা পান কী করে? জয় জোহর পান কী করে? মেধাশ্রী পান কী করে? পেনশন পান কী করে? তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় ‘এনআরসি’ চালু করতে দেবো না, দেবো না, দেবো না। আগেও দিইনি এখনও দেবো না। যতদিন থাকবে আমার প্রাণ।’
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রীরা খুব শিগগিরি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করার কথা বলছেন। সম্প্রতি একটি সভা থেকে এক সপ্তাহের মধ্যে ‘সিএএ’ কার্যকর করা দাবি করেছেন বিজেপি এমপি ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর তার ঠিক পরেই মুখ্যমন্ত্রী মমতার মুখে উঠে এসেছে সিএএ-এনআরসি বিরোধিতার প্রসঙ্গ। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.