আইএসটিসিএল’র পরিচালক হিসেবে আইনুল ইসলামের যোগদান

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) পরিচালনা বোর্ডের নব নিযুক্ত পরিচালক হিসেবে ড. মো: আইনুল ইসলাম রবিবার (২৮ জানুয়ারি) যোগদান করেছেন। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।

যোগদান উপলক্ষে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও হোল্ডিং কোম্পানি আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.