দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ২৫৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে বিডি থাই ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ১৬ দশমিক ১৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জস। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, শাইনপুকুর সিরামিক, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স, ভিএফএস ডাইং এবং আরামিট সিমেন্ট লিমিটেড।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.