ভারত ৫-০ ব্যবধানে সিরিজ জিতবে: সৌরভ

চলমান হায়দরাবাদ টেস্টে চালকের আসনে আছে ভারত। ঘরের মাটিতে খেলা হওয়ায় পুরো সিরিজ জুড়েই ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে থাকবে তারা, এমনটাই বিশ্বাস সৌরভ গাঙ্গুলির।

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘সিরিজ় ভারতই জিতবে। সেটা ৪-০ না ৫-০ তা সময় বলবে। প্রতিটি টেস্টেই ফল পাওয়া যাবে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ করেছে। এত কম রান করে ভারতকে হারানো যাবে না। ওদের কাছে এটা কঠিন সিরিজ়। ওই সময়ে অস্ট্রেলিয়া ছাড়া ভারতে এসে কেউ ভাল করে খেলতে পারেনি। বাজ়বল হল টেস্ট ক্রিকেটে গতিতে খেলা। যে উইকেটে স্পিন করছে সেখানে সহজ নয় এই ধরনের খেলা। ভাল উইকেটে হতেই পারে। ভারতের পরিস্থিতি, স্পিনারদের মান অনেক ভালো।’

এদিকে আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও ভারতের ভালোই সম্ভাবনা দেখছেন গাঙ্গুলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি আরও বলেন, ‘ভারতের সুযোগ ভালোই। সবে একটা বিশ্বকাপ খেলে উঠেছে। দুর্ভাগ্যবশত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আমি আশা করিনি। এত ভালো খেলল গোটা প্রতিযোগিতায়। তবে ক্রিকেটে এমন হতেই পারে। ওয়েস্ট ইন্ডিজ়‌ের পিচ ভারতের মতোই। আশা করি ওখানে ভারতের সুযোগ থাকবে। আইপিএল ভারতের কাছে প্রস্তুতির দারুণ সুযোগ।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.