মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ইনফিউশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটি জানায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ, ডিএসইতে গত ০১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪৮ টাকা ৮০ পয়সা। আর গতকাল বুধবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৪৯২ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর ১৪৪ টাকা বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.