দর পতনের শীর্ষে এইচ.আর টেক্সটাইল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩০৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কেডিএস এক্সেসরিজ।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, বারাকা পাওয়ার, মতিন স্পিনিং এবং নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.