দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৪ জানুয়ারি) ডিএসইতে আইএফআইসি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, খুলনা প্রিন্টিং, লিবরা ইনফিউশনস, মালেক স্পিনিং, আল-হাজ্ব টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস, ইনটেক লিমিটেড।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.