ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে: ইয়েমেন

মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সরকারের অপরাধযজ্ঞের জবাব অচিরেই দেয়া হবে। বিবৃতিতে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়।

জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে।

পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার নিহতের ঘটনায় ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইল যে প্রচণ্ড চাপের মুখে পড়েছে তা থেকে নিষ্কৃতি পেতে দখলদার সেনারা সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের অভিজাত মেজ্জা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলায় তিন তলা বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার পাশাপাশি কয়েকজন সিরীয় সৈন্য নিহত হন। ইরান ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপযুক্ত স্থান ও সময়ে ওই হামলার জবাব দেয়া হবে।

এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.