আমরা শঙ্কিত: হাইকোর্ট

বিক্রি হচ্ছে ইটভাটার ছাড়পত্র- এই শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসা অভিযোগ তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আদালত বলেছেন, দেশের নদীগুলো দূষিত, বাতাস দূষিত এবং ঢাকার অবস্থা আরও খারাপ। সুতরাং আমরা শঙ্কিত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।

এর আগে ২০১৯ সালের ২৬ নভেম্বর বায়ু দূষণ বন্ধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশের সম্পূরক আবেদন করে। আবেদনে ঘুষ নিয়ে অবৈধ ইটভাটাকে লাইসেন্স দেওয়া সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.