সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “ক্যাশ ম্যানেজমেন্ট ইন ব্যাংকস উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ ব্যাংক গাইডলাইনস” শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের ১৩৫ টি শাখার ক্যাশ ইনচার্জ ও ২২ টি উপশাখার ক্যাশ কর্মকর্তাগণ তাদের ক্যাশ ম্যানেজমেন্টের উপর দক্ষতাবৃদ্ধির পাশিপাশি কমপ্লায়েন্ট থাকার উপর প্রশিক্ষন গ্রহন করেন।
সাউথইস্ট ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। তিনি সকল ক্যাশ কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আবশ্য পালনীর বিষয়গুলোর উপর যথাযথ গুরুত্ব আরোপ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি আর্থ সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ব্যাংকের সুনাম, সুখ্যাতি রক্ষার্থে ক্যাশ ব্যবস্থাপনার ঝুঁকি সমূহ যথাযথভাবে ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক (ডিসিএম) মোঃ শাহাদাৎ হোসেন উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। তিনি ক্যাশ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক ও বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় নির্দেশনা সমূহ উল্লেখ করে সেগুলো পরিপালনের উপর গুরুত্বরোপ করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.