প্রায় বছর তিনেক পর ফেরার ম্যাচে শ্রীলঙ্কার জিম্বাবুয়ের নায়ক ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলের জয়ের নায়ক হতে পারতেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে দারুণ করা ম্যাথিউস বোলিংয়ে হয়ে গেলেন ভিলেন। ম্যাচ জিততে শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান।
ম্যাথিউসের করা নো বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে দিলেন লুক জঙ্গুয়ে। ফ্রি হিট ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মারেন জিম্বাবুয়ের এই ব্যাটার। তাতে করে ইনিংসের শেষ ওভারের প্রথম বল থেকেই আসে ১১ রান। ম্যাচ জিততে তখনও জিম্বাবুয়ের প্রয়োজন শেষ ৫ বলে ৯ রান। ডানহাতি এই মিডিয়াম পেসারের স্লোয়ার ডেলিভারিতে জঙ্গুয়ে উড়িয়ে মারেন, তাতে আরও ৬ রান পায় সফরকারীরা। তখন সমীকরণটা জিম্বাবুয়ের জন্য একেবারেই সহজ। তবে পরের দুই বলে ম্যাথিউস মাত্র ১ রান দিলে শেষ ২ বলে প্রয়োজন হয় ২ রানের।
ম্যাথিউসের লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন ক্লাইভ মাদান্দে। বল সীমানা ছাড়া হতেই আনন্দ উল্লাসে মেতে উঠলো পুরো জিম্বাবুয়ে শিবির। সফরকারীদের যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান সেখানে ম্যাথিউস দিলেন ৫ বলে ২৪ রান। তাতে করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল জিম্বাবুয়ে। সেই সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারাল সিকান্দার রাজার দল।
জিম্বাবুয়ের জয়ের ভিতটা অবশ্য গড়ে দেন ক্রেইগ আরভিন। প্রেমাদাসায় জয়ের জন্য ১৭৪ রান তাড়ায় ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দিলশান মাদুশঙ্কার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন ১২ রান করা তিনাশে কামুনহুকায়ে। তিনে নেমে ব্রায়ান বেনেট অবশ্য বেশ খানিকটা সঙ্গ দিয়েছেন আরভিনকে।
দুজনে মিলে গড়েন ৭৪ রানের জুটি। যেখানে বেশিরভাগ রানই করেছেন ৩৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আরভিন। ২৫ রান করা বেনেট ফিরে গেলে ভাঙে তাদের এই জুটি। দারুণ অবস্থায় থাকলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি রাজা এবং শন উইলিয়ামস। দুই অভিজ্ঞ ব্যাটারকে দ্রুত হারালে চাপে পড়ে সফরকারীরা। জিম্বাবুয়ের আরও চাপ বেড়েছে ৭০ রান করা আরভিনের বিদায়ে।
ব্যাট হাতে আলো ছড়ানো আরভিন যখন ফেরেন তখনও জিম্বাবুয়ের প্রয়োজন ৪৩ রান। তবে সেই সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন জঙ্গুয়ে এবং মাদান্দে। জঙ্গুয়ে ২৫ এবং মাদান্দে অপরাজিত ছিলেন ৫ বলে ১৫ রানের ইনিংস খেলে। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং দুশমন্থ চামিরা। একটি করে উইকেট পেয়েছেন মাদুশঙ্কা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে ব্যাটিং করতে নেম ৬ উইকেটে ১৭৩ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন চারিথ আসালঙ্কা। এ ছাড়া ম্যাথিউসের ব্যাট থেকে এসেছে ৫১ বলে অপরাজিত ৬৬ রান। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি এবং জঙ্গুয়ে। একটি করে উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.