চলতি বছরের চ্যাম্পিয়নশিপে ইসরাইলকে অংশ নিতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন। সংস্থাটি বলেছে, ইসরাইলের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসরাইলসহ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া প্রতিটি দলের নিরাপত্তা দেখভালের দায়িত্ব রয়েছে এ সংস্থার। তবে বিবৃতিতে হামাস-ইসরাইল যুদ্ধ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি।
এই বিবৃতির পর গতকাল আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন সিদ্ধান্তকে আরো স্পষ্ট করে জানিয়েছে, এটা ইসরাইলি ফেডারেশনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নয় এবং ইসরাইলি ফেডারেশনের ওপর কোন নেতিবাচক প্রভাবও পড়বে না।
তবে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসরাইল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তেল আবিব। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.