ইয়েমেনে আমেরিকা-ব্রিটেনের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন: রাশিয়া

ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনীর হামলার বিরোধিতা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকা-ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং তাকে কোনভাবেই ন্যায্য বলে দাবি করা যাবে না।

ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রাশিয়া জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকে।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্টভাবে বলেছেন, ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের হামলা অসম। একটি স্বাধীন-সার্বভৌম দেশের ওপর এভাবে নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অবৈধ। আমেরিকা ও ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আত্মরক্ষার হাস্যকর দাবি জানিয়ে আমেরিকা এই হামলার পক্ষে যে সাফাই গাইছে তাতে একথা বলা যায় যে, নিজের সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে আত্মরক্ষার অধিকারের কথা বলা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। জাহাজ চলাচলের স্বাধীনতার অধিকারকে আত্মরক্ষার অধিকার বলে না। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.