দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন, হামাস-বিরোধী অভিযান চালাতে গিয়ে ইসরাইল গাজায় গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছে।
হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্যে দায়ের করা মামলার শুনানির প্রথম দিনে তিনি একথা বলেছেন।
তিনি বলেন, ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ৩ মাসের বেশি সময় ধরে বর্বর যুদ্ধ চালাচ্ছে এবং হামাসের ৭ অক্টোবরের অভিযানের জবাব দিতে গিয়ে ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।
দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী বলেছেন, গাজার যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি তা ৭ অক্টোবর থেকে শুরু হয়নি, তা মূলত শুরু হয়েছে ৭৫ বছর আগে। লামোলা বলেন, ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনের জনগণ ইসরাইলের হত্যাকাণ্ড ও নিপীড়নের মধ্যে বসবাস করে আসছে। আন্তর্জাতিক আইনের গ্যাঁড়াকলে ফেলে এখনো গাজাকে অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
তিনি সুস্পষ্ট করে বলেন, ৭ অক্টোবর হামাসের অভিযানের জবাবে ইসরাইল যেভাবে আগ্রাসন চালিয়েছে তাতে আন্তর্জাতিক সমস্ত কনভেনশন লংঘন হয়েছে।
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার পরই দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পার্সটুডে
South Africa’s justice minister Ronald Lamola outlined the country’s genocide case against Israel, as a landmark hearing opened at the International Court of Justice ⤵️ pic.twitter.com/AvlM8BwhQI
— Al Jazeera English (@AJEnglish) January 11, 2024
I don’t think Y’ll grasp what’s happening in South Africa🇿🇦. Black people that survived #Apartheid went to become judges and lawyers.
And now defending Palestinians🇵🇸 against the country that sent South Africa🇿🇦 weapons during Apartheid!
We are living History!!!!!!… pic.twitter.com/kqfYLFzxFI
— Ahmed Teebi, MD🍉🗝️#CeaseFireNow (@Teebi_MD) January 11, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.