ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুতে ওয়েলফেয়ার কাউন্সিলের শোক

রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস দীপু নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে ঢাকার সদস্য এবং বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের সহকারী পরিচালক দীপু সানা গত বুধবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে মগবাজার এলাকায় ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে পড়া ইটের ব্লকের আঘাতে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্গীয়া দীপু সানার এ মৃত্যু প্রকারান্তরে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ডের নামান্তর। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এই ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করছে। কাউন্সিল এ ঘটনার আও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবী করছে।

তরুণ এ কর্মকর্তা ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখা এ কর্মকর্তা মৃত্যুকালে স্বামী ও তিন বছরের একজন শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় হত্যা একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার বাদী নিহতের স্বামী তরুণ কুমার বিশ্বাস। মামলায় আসামি অজ্ঞাত। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

 

 

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.