সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশবন্ধু পলিমার ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের আজ ২২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, এমারেল্ড অয়েল, রূপালী ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
অর্থসূচক/এমআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.