‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশের জন্মদিনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভারতের কর্ণাটকের গদগ জেলায় সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান ৩ ব্যক্তি।
সোমবার (৮ জানুয়ারি) দক্ষিণী তারকা যশের জন্মদিন ছিল। প্রিয় অভিনেতার জন্মদিন উদযাপনের জন্য ফ্লেক্স ইনস্টল করতে গিয়ে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ৩ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম, হনুমন্থ হরিজন (২৪), মুরালি নাদুভিদামনি (২০) ও নবীন গাজি (২০) । দুপুর ১টা দিকে গদগ জেলার লক্ষ্মেশ্বর তালুকের সুরনাগি গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
গদগের পুলিশ সুপারিন্টেডেন্ট বাবাসাহেব নেমাগৌডা গণমাধ্যমকে বলেন, ব্যানার লাগানোর সময়, ওদের ৩ জন বিদ্যুৎপৃষ্ট হন ও ৩ জন আহত হন। ব্যানারের ফ্রেমটা ছিল ধাতুর যা তারের সঙ্গে ছুঁয়ে ছিল। এ বিষয়ে লক্ষ্মেশ্বর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত হবে।’
এদিকে ঘটনাস্থলে যান শিরহত্তির বিধায়ক চন্দ্রু লামানি। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষদের অনুরোধ করছি যেন কোনো ধাতব ফ্রেমের ব্যানার দাঁড় করানো না হয়। আমি যশকেও অনুরোধ করছি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আসার জন্য।’
গত ৪ জানুয়ারি এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন, এবার ৮ জানুযারি, জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন না কারণ তিনি বাইরে থাকবেন।
যশের ‘কেজিএফ চ্যাপ্টার-২’ ২০২২ সালের এপ্রিল মাসে মুক্তি পায়। প্রথম সিনেমার মতোই এটিও ব্যাপক সাফল্য লাভ করে।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.