৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৌপথে মার্কিং বাতি অস্পষ্ট দেখায় নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুইটি ফেরি। প্রচণ্ড শীত আর কুয়াশায় দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.