গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর ব্রিজে উঠার আগে আব্দুল্লাপুর এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ওয়াগন ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপাতত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ট্রেনের ওয়াগনটি লাইনচ্যুত হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মালবাহী রেলে মালামাল নষ্ট হতে পারে এবং এক কিলোমিটার লাইন বাঁকা হয়ে গেছে। টঙ্গী স্টেশন পার হওয়ার পর ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লাইন মেরামত ও ট্রেন উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে ঢাকা থেকে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.