ইবিএল ও মেট্রোসেমের পেরোল ব্যাংকিং চুক্তি অনুষ্ঠিত

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) সঙ্গে মেট্রোসেম গ্রুপের একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর হয়েছে।  ইবিএল’র উপ-ব্যাবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং মেট্রোসেমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির ফলে মেট্রোসেমের এমপ্লয়ীরা ইবিএল এ অগ্রাধিকার ব্যাংকিং সেবা, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ব্যাংক ঋণসহ অন্যান্য সুবিধা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা এবং মেট্রোসেমএঁর পরিচালক মোঃ রকিব উল্লাহ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.