শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত ও প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে মাজার জিয়ারত করে বোন শেখ রেহানাকে নিয়ে মাজার থেকে বের হন।

এর আগে প্রধানমন্ত্রী বিমানের একটি ফ্লাইটে বুধবার বেলা ১১টা ৪০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

এরপর শাহপরানের (র.) মাজারে যাবেন। সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার মধ্যে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.