আইসিবি কর্তৃক বিজয় দিবস ২০২৩ উদযাপন

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচী শেষে আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার নেতৃত্বে আইসিবি পরিবারের পক্ষ হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবর্তীতে ধানমন্ডি ৩২ নং রোডে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, মহাব্যবস্থাপকগণ, সাবসিডিয়ারি কোম্পানির নির্বাহী কর্মকর্তাগণ সহ সকল স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.