ইসরাইল অভিমুখী আরও ২ জাহাজে হুথিদের হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বর্বরতার প্রতিবাদে এই হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী।

হুথি সমর্থিত সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এমএসসি আলানিয়া এবং এমএসসি পালাটিয়াম-থ্রি নামে দুটি জাহাজে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করা এ দুটি জাহাজকে সতর্কবার্তা দেয়ার পরেও তাতে সাড়া না দেয়ায় জাহাজ দুটিতে হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এতে আরও বলা হয়েছে, তারা কেবল ইসরাইল অভিমুখী জাহাজেই হামলা চালাবে, এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী অন্য জাহাজ স্বাধীনভাবে এই রুট ব্যবহার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরুদ্ধ গাজাবাসীর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজের ওপর হামলা অব্যাহত থাকবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.