ইউক্রেনের জন্য ইইউর বরাদ্দ আটকে দিল হাঙ্গেরি

রাশিয়ায় বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে নতুন করে পাঁচ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত আটকে দিয়েছে হাঙ্গেরি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান ভেটো দেয়ার এই ঘোষণা দিয়েছেন।

এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের অধিবেশনে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় এবং বৃহস্পতিবার রাত অধিবেশন থেকে ওয়াকআউট এবং ভোটদানে বিরত থাকার মতো ঘটনার মধ্য দিয়ে পার হয়। ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেয়ার প্রস্তাবকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা দেয়।

ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলো এর পক্ষে ভোট দিলেও হাঙ্গেরি বিরোধিতা করেছে। ব্রাসেলস ইউক্রেনের জন্য পাঁচ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দ দিতে চেয়েছিল। চার বছরের জন্য এই তহবিল যোগান দেয়ার প্রস্তাব করা হয়। কিন্তু বুদাপেস্ট এই পরিকল্পনার বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল যেকোন সহায়তা স্বল্প মেয়াদের জন্য হওয়া উচিত এবং পর্যালোচনার পরে তা নবায়ন করা হবে।

এছাড়া, হাঙ্গেরি যৌথভাবে এই বাজেটের মাধ্যমে অর্থায়ন করতেও চায়নি। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তুর্ভুক্তির বিরোধিতা করে হাঙ্গেরি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.