অর্থের বিনিময়ে ঋণ দেওয়ার কথা বলে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করতে পারে প্রতারক চক্র। তাই বাংলাদেশিদের এ ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকতে বলেছে বিশ্বব্যাংক।
সম্প্রতি এক বিবৃতিতে এ সতর্কতার কথা জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, অর্থের বিনিময়ে ঋণ দেওয়ার প্রতিশ্রুতির নামে প্রতারণা থেকে সাধারণ জনগণকে সতর্ক করছে বিশ্বব্যাংক।
এতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংক কখনো সরাসরি ব্যক্তি পর্যায়ে ঋণ দেয় না এবং কারো ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না।
প্রতারকরা ফেসবুক পেজ তৈরি করে বিশ্বব্যাংকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার প্রলোভনে ফেলছে। এজন্য ও মোবাইল ব্যাংকিং ব্যবহারসহ নানা কৌশল ব্যবহার করছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিশ্বব্যাংক এই ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত নয়। তাই আপনারা এসব প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.