আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ও ডাটাফোর্টের চুক্তি স্বাক্ষর

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ডাটাফোর্ট লিমিটেডের সঙ্গে নথিপত্র সংরক্ষন (ডকুমেন্ট স্টোরেজ) এবং ব্যবস্থাপনা পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ।

আকিজ তাকাফুলের সিইও মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং ডাটাফোর্টের ডিরেক্টর ও সিইও এম এইচ খসরু চুক্তিতে স্বাক্ষর করেন। আকিজ তাকাফুল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন এবং পরিচালক মুহাম্মাদ ফুয়াদ হুসেইন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্য সুরক্ষার গুরুত্ব স্বীকার করে, আকিজ তাকাফুলের লক্ষ্য এই চুক্তির মাধ্যমে তাদের গ্রাহকদের  নথিপত্র সংরক্ষন (ডকুমেন্ট স্টোরেজ) এবং ব্যবস্থাপনাকে সামগ্রিক মান অনুযায়ী প্রক্রিয়াবদ্ধভাবে পরিচালনা করা ।

“ডাটাফোর্টের সঙ্গে অংশীদারিত্বের জন্য আমরা উচ্ছ্বসিত। এই সেবা থেকে আমাদের নথিপত্র ব্যবস্থাপনা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যা আমাদের গ্রাহকদের আরও উচ্চতর পরিষেবা প্রদান করতে সক্ষম করবে বলে আশা করা হচ্ছে,” বলেছেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ আলমগীর চৌধুরী।

ডাটাফোর্টের সিইও এম এইচ খসরু, নথিপত্র পরিচালনার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, “তথ্য বা নথি যে কোনও ব্যবসার প্রাণ এবং তাদের সুরক্ষার জন্য সঠিক অবকাঠামো এবং প্রযুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা একটি প্রতিষ্ঠানের পক্ষে রেকর্ড সেন্টার তৈরিতে এত বেশি বিনিয়োগ করা সহজ নয়। সেই কারণেই আমরা সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত আর্কাইভ সেন্টার তৈরী করেছি।  বিশ্বের যেকোনো আধুনিক আর্কাইভ সেন্টার এর সাথে তুলনাযোগ্য।”

আন্তর্জাতিক মানসম্পন্ন ডেটা আর্কাইভ সেন্টার হিসেবে ডাটাফোর্ট বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। এর বিশ্বমানের মানদন্ড সম্পন্ন আর্কাইভ সেন্টার বিভিন্ন দেশী এবং বিদেশী সংস্থা, যেমন  বাংলাদেশ রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বিআরএমএস)এর মতো মর্যাদাপূর্ণ সংস্থা থেকে প্রশংসিত।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.