বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লেগুনার সঙ্গে ডেমরা-গুলিস্তান পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন মারা গেছে বলে খবর পেয়েছি। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পোদ্দার জানান, লেগুনাতে ১২ থেকে ১৩ জন মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা গুরুতর আহত পাঁচ জনকে ঢামেক হসপাতালে পাঠিয়েছি। সেখানে তিনি জন মারা গেছেন, আর দুজনের অবস্থাও গুরুতর। বাকি যাত্রীরা কোথায় গিয়েছে, খবর নেওয়া হচ্ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.