মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন আগামীকাল ২১ নভেম্বর, মঙ্গলবার শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটি ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনেদেন শুরু করবে। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হবে “MBPLCBOND”।
বন্ডের স্ক্রিপ কোড হবে ২৬০১৪। বন্ডটি ডিএসইর কর্পোরেট বন্ড সেক্টরে লেনদেন করবে।
অর্থসূচক/এসএ/