নারী পকেটমারদের ধরতে ইতালির সংসদে বিল

জননিরাপত্তা নিশ্চিতে ইতালির ডানপন্থি সরকার নতুন উদ্যোগ নিয়েছে৷ মূলত পকেটমারদের শাস্তির উদ্দেশ্যে নেয়া এই পদক্ষেপে অন্তঃসত্ত্বা বা খুব ছোট শিশুর মায়েদের আগে ছাড় দেয়া হত৷ কিন্তু আগামীতে তা আর হবে না৷

ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার দীর্ঘদিন ধরে গণপরিবহণে বিদেশি পকেটমারদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল৷ তার অংশ হিসেবে তারা অন্তঃসত্ত্বা ও ছোট শিশুসন্তান আছে এমন নারী পকেটমারদের আগে আইনে যে ছাড় দেয়া হত তা রহিত করার কথা বলেছিল৷

এবার তা কার্যকর করতে মন্ত্রিসভা সংসদে নতুন এই বিল এনেছে৷ এর আওতায় বিচারকরা এই ধরনের অপরাধীদের আটকের আদেশ দিতে পারবেন৷ বিশেষ করে যদি তারা নিয়মিত অপরাধী হন৷

এক প্রেস ব্রিফিংয়ে বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, অপরাধ করার সময় মাতৃত্বকে যেন ঢাল হিসেবে ব্যবহার করতে না পারেন সেটিই উদ্দেশ্য৷

এক বিবৃতিতে দেশটির সরকার বলছে, অন্তঃসত্ত্বা বা এক বছর পর্যন্ত শিশুদের মায়েদের সাধারণ কারাগারে রাখা হবে না৷ তাদেরকে বিশেষ কারাগারে কম কড়াকড়ি প্রয়োগ করে আটকে রাখা হবে৷

অবশ্য বিরোধী দলগুলো আপত্তি জানিয়েছে৷ এক বিবৃতিতে সবুজ-বাম জোট অন্তঃসত্ত্বা ও তাদের শিশুদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের অভিযোগ এনেছে৷ সংসদের উভয়কক্ষে বিলটি পাস হতে হবে৷

এই বিলে পরিবেশবাদীদের মহাসড়ক ও রাস্তা আটকে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করার সুযোগ তুলে নেয়া হয়েছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.