‘ভোক্তাদের সংযত আচরণ নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়ক’

ভোক্তাদের সংযত আচরণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে বলে জানিয়েছন ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বার ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ কর্তৃক বাজেট বিষয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বাজেট অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী এমন বক্তব্য দেন।

তিনি আরও বলেন, এ ধরনের সেমিনার তরুণ ছাত্রছাত্রীদের আগামীর অর্থনীতিবিদ সৃষ্টিতে ভূমিকা রাখবে। তিনি চলতি বাজেটের নানাদিক তুলে ধরেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা উপহার দেন এই অর্থনীতিবিদ।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আসমা পারভীন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আজিমা বেগমের সঞ্চালনায় সম্মানিত শিক্ষক প্রতিনিধি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ খালিদ মাহমুদ এবং রসায়ন বিভাগের সহোযোগী অধ্যাপক আবুল কায়েস মিঞাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও এই সময় উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.