২ ট্যাঙ্কসহ ৬ যুদ্ধযান ধ্বংস করল হামাস; বহু ইসরাইলি সেনা হতাহতের দাবি

গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলের ছয়টি সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে দু’টি ট্যাঙ্ক, তিনটি সাজোয়া যান ও একটি বুলডোজার রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক ইজ্জাদ্দিন আল-কাস্সাম।

এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করে সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে। গাজার আত্তাউয়াম, আশ-শেইখ রেদোয়ান এবং আশ-শাতি শরণার্থী শিবিরের আশেপাশের এলাকায় নিখুঁতভাবে এসব যুদ্ধযানের ওপর আঘাত হানা নয়।

হামাসের ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড নিজেরাই ‘ইয়াসিন-১০৫’ নামের অত্যন্ত কার্যকর রকেট তৈরি করেছে। দুই মাথার এই রকেট ১০০ থেকে ১৫০ মিটার দূর থেকে আরপিজির সাহায্যে ছোড়া হয়।

এদিকে, গাজার ‘হাজার আদ্দিক’ এলাকায় ফিলিস্তিনি সংগ্রামীদের ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরাইলি পদাতিক সেনারা। সেখানে বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে। কারণ ফিলিস্তিনি সংগ্রামীরা খুব কাছ থেকে এসব সেনার ওপর মর্টার ও গুলি বর্ষণ করেছে। ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড এসব তথ্য জানিয়েছে। পার্সটুডে

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.