নাভানা ফার্মার শেয়ারে রূপান্তরযোগ্য বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৮৮৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড ও কুপনযুক্ত। এই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এর কুপন রেট তথা সুদের হার হবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে। নির্দিষ্ট সময়ের পর এই বন্ডের ৬০ ভাগ নাভানা ফার্মাসিউটিক্যালসের সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। আর এর ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি তার ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

নাভানা ফার্মার এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.