আইসিএমএবি’র বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ন্যাশনাল লাইফ

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

২০২২ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই অ্যাওয়ার্ড প্রদান করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ হামিদ উল্যাহ ভূঁইয়া।

আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে ৫২ প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.