হামাসের নিন্দা করলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন

অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রীর বিবৃতি

অস্ট্রেলিয়ার সাবেক ছয় জন প্রধানমন্ত্রী হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে ইসরাইলে তাদের হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশা তারা গাজা হামাস বিরোধী অভিযানে যাতে সাধারণ মানুষের প্রাণহানী না হয়, সে বিষয়ে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ দাবি করেছেন তারা।

তবে এই বিবৃতির সবচেয়ে তাৎপর্যময় দিক হচ্ছে, তারা দ্ব্যার্থহীনভাবে বলেছেন, এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে ইসরাইলী ও ফিলিস্তিনীদের জন্য দুটি আলাদা রাষ্ট্রের ধারণার বাস্তবায়ন। অর্থাৎ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব স্বীকার করে নিয়েছেন তারা।

উল্লেখ, গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী হামাসের সদস্যরা ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। এছাড়া ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করেও হামলা চালিয়েছে। এর পাশাপাশি প্রায় আড়াইশ ইসরাইলিকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গেছে।

ওই ঘটনায় উন্মত্ত হয়ে গাজায় পাল্টা হামলা শুরু করেছে বর্বর ইসরায়েল। প্রবল বোমা হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে তারা। তাদের হামলায় নিরীহ সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না। এমনকি হাসপাতালে পর্যন্ত বোমা বর্ষণ করছে তারা। এই অভিযানে ইতোমধ্যে সাত হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অনুসারী কিছু পশ্চিমা দেশ ছাড়া, বাকী বিশ্বে ইসরাইলের বর্বর হামলার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এমনই এক পরিস্থিতিতে ইসরাইয়েল-হামাস সংঘাত ইস্যুতে বিবৃতি দিলেন অস্ট্রেলিয়ার ছয় সাবেক প্রধানমন্ত্রী।

খবর বিবিসি ও সিডনি মর্নিং হেরাল্ডের।

প্রকাশিত সংবাদ অনুসারে, বিবৃতিতে গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের দাবি করেছেন তারা।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীরা হলেন- জন হাওয়ার্ড, কেভিন রুড, জুলিয়া গিলার্ড, টনি অ্যাবট, ম্যালকম টার্নবুল ও স্কট মরিসন। তবে সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং বিবৃতিতে স্বাক্ষর করেননি। তিনি ছাড়া অস্ট্রেলিয়ার সব সাবেক প্রধানমন্ত্রী এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় ইসরাইলে ১৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি তেল আবিবের। এ ছাড়া ২২৪ জন ইসরাইলিকে ধরে নিয়ে গেছে হামাসের যোদ্ধারা।

অপরদিকে গাজায় এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ২৪ দিনে ৮ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১৪ হাজার আহত হয়েছেন।

হতাহতের এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে তারা বলেছেন, অসংখ্য নারী-শিশুসহ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু ও আহতের ঘটনায় আমরা আতঙ্কিত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.