ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অধিকাংশ ব্যাংকের বুথ বন্ধ রয়েছে। পাশাপাশি খোলা বুথে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর মতিঝিল এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শাপলা চত্বরের আশেপাশে ব্যাংকের বুথগুলো বন্ধ রয়েছে। অল্প কিছু সংখ্যাক বুথ খোলা রয়েছে। এসব বুথেও বর্তমানে লেনদেন করা সম্ভব হচ্ছে না। কারণ বুথ অবস্থিত ভবনের মূল গেট আটকিয়ে রাখা হয়েছে। এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন অনেক ব্যাংকের গ্রাহক।
আল-আমীন নামের এক গ্রাহক অর্থসূচককে বলেন, গতকাল বাসার জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারিনি। কারণ দোকান খোলা পাইনি। আজকেও অধিকাংশ দোকান বন্ধ। তারপরও ঘরের জন্য কেনাকাটা করতে হবে। তবে এসে দেখি ব্যাংকের বুথও বন্ধ। তাই টাকা তুলতে পারছি না।
এদিকে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী শাপলা চত্বর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। পাশাপাশি গতকাল শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মচারীদের মধ্যে কাজের তোড়জোড় রয়েছে। শুক্রবার সকাল থেকে অধিকাংশ কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের চারদিকে পাহারার দায়িত্বে রয়েছে।
এর আগে ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও দলটির নেতা কর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান করে সমাবেশ করছে।
অর্থসূচক/এমএইচ/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.