সমাবেশ আতঙ্ক: নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের

রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াত। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। এরপরও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী শাপলা চত্বর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। পাশাপাশি শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মচারীদের মধ্যে কাজের তোড়জোর রয়েছে। শুক্রবার সকাল থেকে অধিকাংশ কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের চারদিকে পাহারার দায়িত্বে রয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সমাবেশ ঘিরে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। এজন্য শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের চারপাশে পাহারা বাড়ানো হয়েছে। শনিবারও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার নিরাপত্তায় পাহারা বাড়ানো হবে।

এর আগে ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।

মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না। শুক্রবারও ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

অবশ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, অনুমতি না পেলেও তাঁরা মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.