ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পূর্ব নির্দেশনা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঢাকাগামী সকল ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাস আসলেও ময়মনসিংহ থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

শাওন নামে একজন বলেন, আমার অফিস খোলা শনিবার। আজকে ঢাকা যেতে না পারলে অফিস করতে পারবো না। টার্মিনালে এসে দেখি বাস বন্ধ।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ বাস ভাঙচুরের আশঙ্কায় বাস চালানো বন্ধ রয়েছে। আমি সকালে দুটি টার্মিনাল ঘুরে বাস চালাতে অনুরোধ করেছি। কিন্তু চালক-মালিকেরা শুনছেন না।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.