একনজরে বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানিগুলোর ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৬২ কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক ছিল আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। এর মধ্যে ৪৮টি কোম্পানির বৈঠকে সর্বশেষ হিসাববছরের (২০২২-২৩) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সাথে এসব বৈঠকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বাকী কোম্পানিগুলোর মধ্যে ১৬ কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ৫ কোম্পানির প্রথম প্রান্তিকের প্রতিবেদন এবং একটি কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুমোদিত হয় সংশ্লিষ্ট বৈঠকগুলোতে।

পাঠকদের সুবিধার্থে কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয়ের (ইপিএস) তুলনামূলক পরিসংখ্যান নিচে উপস্থাপন করা হল।

প্রতিটি কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে অর্থসূচকে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদন ভিজিট করে ইপিএসের পাশাপাশি এনএভিপিএস ও ক্যাশফ্লোরর তথ্য জানা যাবে।

কোম্পানির নামইপিএস (তিন প্রান্তিকে)নিউজ লিংক
২০২৩২০২২পরিবর্তন (%)
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স২.০১১.৯৯১%স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
লিন্ডে বাংলাদেশ৩১.৮৯৪৮.৭৮(৩৪.৬২%)লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
রিপাবলিক ইন্স্যুরেন্স১.৮৫১.৮১২.২৩%রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স১.৭৪১.৭২১.১৬%কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
আরএকে সিরামিকস০.৯৬১.২৯(২৫.৫৮%)আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
আইডিএলসি ফাইন্যান্স২.৪১৩.১৫(২৩.৪৯%)আইডিএলসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
ইস্টার্ন ব্যাংক৩.৫৩৩.২০১০.৩১%ইস্টার্ন ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সিটি ব্যাংক৩.০৯২.৭০১২.১৮%সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
ওয়ান ব্যাংক০.৬৮১.১৩(৩৯.৮২%)ওয়ান ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরা ব্যাংক২.৬৭২.৬২১.৯২%উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস ইন্স্যুরেন্স                           ১.৭৭              ১.৭৮  (০.৫৬%)                 পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স             ১.১০              ১.১৯ (৭.৫৬%)                  তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.