কবি মলয় রায় চৌধুরী আর নেই

‘হাংরি জেনারেশন’ সাহিত্য আন্দোলনের জনক বলে খ্যাত কবি মলয় রায় চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন। মলয় রায় চৌধুরীর ফেসবুক আইডিতে তার পরিবারের পক্ষ থেকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৬০- এর দশকে পশ্চিমবঙ্গে সংগঠিত বাংলা সাহিত্যের হাংরি আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন কবি মলয় রায় চৌধুরী। আবহমান ভারতীয় কবিতার স্রোতবতী শব্দের মাঝেও স্বতন্ত্র মূর্ছনায় উচ্ছ্বল হয়ে উঠেছিল হাংরি আন্দোলন। ভারতীয় কাব্য সাহিত্যের বির্বতনের ইতিহাসে এক অনস্বীকার্য নাম হিসেবেই উচ্চারিত হবে মলয় রায়চৌধুরীর নাম।

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতার জন্যে ষাটের দশকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ও কারাবরণ করেন এই কবি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.