গাজায় নিহতের সংখ্যা নিয়ে বাইডেনের সন্দেহ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিক গণহত্যায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে দ্যা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা কেয়ার।

বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জো বাইডেনকে প্রশ্ন করা হয়, গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ২,৭০০ শিশুর মৃত্যু কি একথা প্রমাণ করে যে, বেসামরিক নাগরিকদের মৃত্যু এড়ানোর জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটন যে আহ্বান জানিয়েছে তা মানা হচ্ছে না?

এ প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিরা নিহতের যে সংখ্যা প্রকাশ করছে তার সত্যতার ব্যাপারে তার সন্দেহ রয়েছে। আমি নিশ্চিত যে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে এবং সেটি হচ্ছে যুদ্ধ শুরু করার মাশুল।

আমেরিকার এই মানবাধিকার সংগঠনটি বলেছে, শুধুমাত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ই যে নিহতের সংখ্যা প্রকাশ করছে তা নয় বরং সাংবাদিকরা হিসাব রাখছেন এবং প্রতি মুহূর্তে বিধ্বস্ত ঘরবাড়ি থেকে শত শত লাশ বেরিয়ে আসার খবর ও ছবি বিশ্বব্যাপী প্রচার হচ্ছে। খবর- পার্সটুডে

কেয়ার এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকরা গাজায় বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ডের খবর দিচ্ছেন এবং ওই উপত্যকা থেকে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি নারী ও শিশুদের ছিন্নভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। শহরের বিস্তীর্ণ এলাকার সমস্ত ঘরবাড়ি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের উচিত এর কিছু ভিডিও দেখে নিজেকে এই প্রশ্ন করা যে, নিজেদের বসতবাড়ির ধ্বংসস্তুপ থেকে বের করে আনা শিশুদের লাশ কি সাজানো ছবি নাকি যুদ্ধ শুরু করার মাশুল?

এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আমের জাহরও গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন মানুষ কতটা নীচ হলে একথা বলতে পারে যে, আমরা আমাদের মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছি?

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.