দোয়া করেন যেন টসে জিতি: সাকিব

সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা ছিল। পায়ের পেশির চোটের কারণে তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি। তবে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে খেলার ইঙ্গিত দিয়েছেন সাকিব নিজেই। এদিকে বিশ্বকাপের শুরুটা ইতিবাচক হলেও পরের তিন ম্যাচে হার অস্বস্তিতে রেখেছে বাংলাদেশকে। তবে এখনই সব কিছুর শেষ দেখছেন না সাকিব।

চলতি আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষের ঘুম হারাম করেছে দক্ষিণ আফ্রিকা। তবে রান তাড়ায় দলটির দুর্বলতাও ফুটে উঠেছে নেদ্যারল্যান্ডসের বিপক্ষে। যে ম্যাচে হারতেও হয়েছে এইডেন মার্করামের দলকে। তবে প্রথমে ব্যাট করে গেল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ ছুঁয়েই ফেলেছি আফ্রিকা। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ইতোমধ্যে ৪০০ রানের পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগে ব্যাটিং করে ৩০০’র ওপর পুঁজি পেয়েছে দলটি। প্রথমে ব্যাট করা প্রতি ম্যাচের সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কোনো না কোনো ব্যাটার।

তাই ভয়ঙ্কর আফ্রিকাকে থামাতে নেদারল্যান্ডসের ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন সাকিব। যে কারণে অধিনায়কের চাওয়া টস ভাগ্য যেন বাংলাদেশের পক্ষেই যায়। সাকিব বলেন, ‘দোয়া করেন কাল টসে যেন জিতি’।

কারণ নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচে ১০টি ম্যাচই রান তাড়ায় ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা তেমন কোনো প্রভাব ফেলতে পারছেন না। সাকিব বলেন, ‘এমন একটা জায়গায় খেলা হচ্ছে, বোলাররা ভালো না করলে এখানে জেতার সম্ভাবনা খুব কম। এখানে বোলাররাই জেতাতে পারে, বেশির ভাগ সময় সেটাই হয়ে থাকে। আগের ম্যাচে দেখেছি প্রথম ভাগে অনেক রান হয়েছে, পরের ভাগে বোলাররা ভালো করেছে।’

এদিকে মাঠে নামার আগেই নিজেদের জয়ী ভেবে নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম। তিনি বলেছেন, ‘না, আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।’

এ ছাড়া এবারের আসরে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের রূপ বদলে দিয়েছেন এই ব্যাটসম্যানই। খেলেছেন ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৬২.৬৮ স্ট্রাইক রেটে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে সেই ম্যাচে ক্লাসেনকে কিছুটা অস্বস্তিতে ভোগতে দেখা গেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.