গ্লোবাল ইসলামী ব্যাংক চালু করল গোফাস্ট মোবাইল অ্যাপ

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবায় সংযুক্ত হলো গোফাস্ট মোবাইল ব্যাংকিং অ্যাপ ও গোফাস্ট ইন্টারনেট ব্যাংকিং সেবা। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত মঙ্গলবার (১৭ অক্টোবর) এই ব্যাংকিং সেবাগুলোর উদ্বোধন করেন।

নতুন এই অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ এখন থেকে ব্যালেন্স অনুসন্ধান, একাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জসহ সকল ধরনের বিল পরিশোধ করতে পারবেন। নতুন নতুন ফিচার সমৃদ্ধ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে গ্রাহকগণ ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া, গোফাস্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ এখন থেকে বাড়িতে বসে বা বিদেশে অবস্থান করেও গ্লোবাল ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।

এসময় অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.