ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো কলম্বিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য ইসরাইল সরকারের কঠোর সমালোচনা করার পর ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা বলেন, প্রেসিডেন্ট গুস্তাভোর বক্তব্যের সমালোচনা করায় ইসরাইলের রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং কলম্বিয়া ছেড়ে চলে যাওয়া উচিত। আমরা যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরাইলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব। আমরা গণহত্যা সমর্থন করি না।

গাজায় ইসরাইলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর প্রতিবাদে ইসরাইলে নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তেল আবিব। এছাড়া কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট পেত্রোর বক্তব্যের সমালোচনা করেন। এ প্রসঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো বলেন, তার দেশের প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।

গত সাত অক্টোবর হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কলম্বিয়ার প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনামূলক নানা বক্তব্য পোস্ট করে আসছেন। অবরুদ্ধ গাজায় তিনি ত্রাণ সামগ্রিক পাঠাবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.