খ্রিস্টান ও মুসলিম পরিবারের গল্পে নাটক ‘মাতৃত্ব’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার রাত ৯টায় প্রচারিত হবে এ সপ্তাহের নাটক ‘মাতৃত্ব’।

মোজাম্মেল হক নিয়োগীর রচনায় এটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাসার, সাঈদ বাবু, তাহমিনা মৌ, মনির আহম্মেদ শাকিল, মেহেরীন জাহান শান্তামনি, দোলা, তমাসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে দুই পরিবারের মধ্যে এক পরিবার খ্রিস্টান অন্য পরিবার মুসলিম। খ্রিস্টান সম্প্রদায়ের মা ফ্লোরা ছেলে জেমসের সঙ্গে থাকেন। জেমসের স্ত্রী এক বছরের সন্তান রেখে মারা যান। অন্যদিকে মুসলিম পরিবারের রাহেলা তার দুই বছরের সন্তানকে নিয়ে বসবাস করেন। তার স্বামী মিজান বিদেশে থাকে। রাহেলা খ্রিস্টান পরিবারের সন্তানটিকে মাতৃস্নেহে বড় করতে থাকেন। তারপর নানান নাটকীয়তায় গল্প এগিয়ে যায়।

 

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.