আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের মিটমাট হলো বিশ্বকাপে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আফগানিস্তানি বোলার নাভিন উল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন কোহলি। সেটারই মিটমাট বিশ্বকাপ মাঠে করেছেন এই দুই ক্রিকেটার। ঘটনার সূত্রপাত চলতি বছরেরে সবশেষ আইপিএল মৌসুমে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে তর্কে জড়িয়েছিলেন কোহলি-নাভিন। সেই তর্ক থেকেই পরে দ্বন্দ্বে জড়িয়েছিলেন পড়েন তারা।

শুধু তাই নয় লক্ষ্ণৌর পরামর্শক গম্ভীরের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পরেন কোহলি। ফলে ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরকে ম্যাচ ফির শতভাগ ও নাভিনকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। অবশ্য খেলার মাঠের ঘটনা সেখানেই শেষ হয়ে গেলেও ক্রিকেট অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা বেশ উত্তাপ ছড়িয়েছিল। গতকাল ভারতের বিপক্ষে খেলতে নেমেও সমস্যায় পরতে হয় নাভিনকে। এদিন ব্যাট কিংবা বল হাতে নাভিনকে দেখলেই ভারতীয় সমর্থকরা কোহলির নামে স্লোগান দেয়া শুরু করেন। অবশ্য সব কিছুর অবসান হয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে।

ভারতের ৮ উইকেটের জয়ের দিনে ব্যাট হাতে কোহলি মাঠে নামার পরই ভারতীয় ব্যাটারের কাছে এসে হাত মেলান নাভিন। এরপর দুজন করেন সব দ্বন্দ্বের মিটমাট। এ সময় গ্যালারি থেকে দর্শকদের স্লোগানের গতিও কমে যায় কোহলির নির্দেশে। ম্যাচ শেষে আফগান পেসার গতকালের ঘটনা নিয়ে মুখ খুলেন। জানান মাঠে তাদের মাঝে কি হয়েছিল।

নাভিন বলেন, ‘দর্শকরা সাধারণত ঘরের ছেলেদের নামেই স্লোগান দেয়। এই কারণেই আজ এমনটা হয়েছে। এটা কোহলির ঘরের মাঠ। সে (কোহলি) দারুণ একজন মানুষ, ভালো ক্রিকেটার, আমরা হাতও মিলিয়েছি (মাঠে)। যা ঘটেছিল, সেটা শুধু মাঠেই ছিল। মানুষ এটাকে বড় বানিয়েছে। নিজেদের অনুসারী বাড়ানোর জন্য তাদের এটা করতে হয়।’

মাঠে দুই ক্রিকেটার একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ঝামেলা মিটমাট করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাভিন আরও বলেন, ‘সে (কোহলি) বলেছে, আমাদের ঝামেলা এখানেই শেষ। এরপর আমিও বলেছি হ্যাঁ, এখানেই শেষ। এরপর আমরা হাত মিলিয়েছি এবং জড়িয়ে ধরেছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.