অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক বিমান হামলায় ৯০০ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ২৩০ নারী এবং ২৬০ জন শিশু ও বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৪ হাজারের বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি সেনাদের তাণ্ডব চলছে এবং সেখানে আরও ১৮ ফিলিস্তিনি নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে ‘আল-আকসা তুফান’ নামক অভিযান শুরুর পর গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দিয়েছে তেল আবিব। সেই সঙ্গে অবরুদ্ধে এই ভূখণ্ডের ওপর পানি, স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এরইমধ্যে গাজার মানবিক পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সংঘাত চলতে থাকলে সেখানকার পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠবে। গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের যে ঘোষণা ইসরাইল দিয়েছে তাতে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। পার্সটুডে
Stop the lsraeli aggression on the children of Gaza. pic.twitter.com/SGGhheB13h
— TIMES OF GAZA (@Timesofgaza) October 11, 2023
Gaza pic.twitter.com/WXLNcibvwt
— Aya Isleem 🇵🇸 #Gaza (@AyaIsleemEn) October 11, 2023
Israel is accused of using banned phosphorus-weapons against Palestinians in Gaza and South Lebanon – If true, it is a serious war crime! pic.twitter.com/ggt0Ea7BDf
— Ashok Swain (@ashoswai) October 10, 2023
It’s like an earthquake, driving through the Gaza City southern neighborhood, the scale of destruction is staggering pic.twitter.com/IVrkFs9bVL
— Rushdi Abualouf (@Rushdibbc) October 10, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.