‘পুঁজিবাজারে স্বচ্ছতার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’

যে কোনো বিনিয়োগের মত পুঁজিবাজারের বিনিয়োগেও ঝুঁকি আছে। প্রযুক্তির ব্যবহার এ ঝুঁকিকে কিছুটা কমাতে পারে। এছাড়া বাজারে স্বচ্ছতা বাড়াতেও প্রযুক্তি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ড. শামসুদ্দিন বলেন, প্রযুক্তির অনেক সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও আছে। তাই কমিশন কোনো ধরনের অনুমোদনহীন প্রযুক্তির ব্যবহারে কঠোর অবস্থানে আছে।

সেমিনারের এর প্রথম পর্বে Blockchain Technology for Capital Market: Problems and Prospects for Bangladesh শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক জনাব ফয়সাল আহমেদ খান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্য কম্পিউটারস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ব্লক চেইন একাডেমি ফর রিসার্চ, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রধান খন্দকার আতিক ই রব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. বিএম মাইনুল হোসাইন।

দ্বিতীয় পর্বে Investors Resilience and Capital Market শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএএসএম এর অনুষদ সদস্য (গ্রেড-৫) মো. সাদ্দাম হোসাইন। এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আলী আক্কাস ও বিএসইসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।

বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.