এমটিবি’র ২ প্রিভিলেজ সেন্টারের নতুন আঙ্গিকে যাত্রা শুরু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ধানমন্ডি ও উত্তরায় ব্যাংকের সংস্কারকৃত দুটি প্রিভিলেজ সেন্টারের উদ্বোধন করেছে।

এমটিবি’র প্রিভিলেজ গ্রাহকরা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করেন, যার মধ্যে রয়েছে প্রাইয়োরিটি সেবা, দেশজুড়ে এমটিবি এয়ার লাউঞ্জ সমূহে প্রবেশাধিকার, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার এবং এক্সক্লুসিভ পণ্য ও পরিষেবায় প্রবেশাধিকার। ধানমন্ডি ও উত্তরায় সংস্কারকৃত প্রিভিলেজ সেন্টার দুটির উদ্বোধনের মাধ্যমে এমটিবি তার প্রিভিলেজ গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতবদ্ধ।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানমন্ডি ও উত্তরায় সংস্কারকৃত এমটিবি প্রিভিলেজ সেন্টার দুটির উদ্বোধন করেন। সে সময় ব্যাংকের কয়েকজন প্রিভিলেজ গ্রাহকও উপস্থিত ছিলেন।

এছাড়াও এমটিবি’র মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং; আবদুল মাননান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন; আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং তাহসিন তাহের, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্রাটেজি সহ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা সংস্কারকৃত এমটিবি প্রিভিলেজ সেন্টার দুটির ব্যবস্থাপকদ্বয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.