ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাশিয়ার হামলায় খারখিভের হরোজা নামের গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। তাতে ছয় বছর বয়সী এক শিশুসহ কমপক্ষ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
খবর আলজাজিরা ও স্কাই নিউজের।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন যে খারকিভের কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামে স্থানীয় সময় বেলা সোয়া একটার দিকে একটি ক্যাফে এবং একটি দোকানে হামলা করা হয়। ওই সময় সেখানে অনেক বেসামরিক লোক ছিল।
ইউক্রেনের সেনা ও স্থানীয় বেসরকারি প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তাদের অনেকে ধোঁয়া ওঠা ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে উদ্ধার কর্মীদের তৎপরতা ফুটেজ পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কংক্রিট এবং পাকানো ধাতুর স্ল্যাবের পাশাপাশি পড়ে আছে মৃতদেহ।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলা ও তাতে ৫১ জনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, একটি সুপার মার্কেট ও ক্যাফেতে হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুসারে, ইস্কান্দার মিসাইলের মাধ্যমে এ হামলা চালিয়েছে রাশিয়া।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.